এম.এইচ সাইমন হাসান
শীত এসেছে কুয়াশা পড়ে
সকালে দেখি রবি,
গায়ে লাগলে শীতের ছোঁয়া
শিউরে উঠে সবি ।
গাছ-গাছালি তরুলতায়
শিশির কণা পড়ে,
ভোরের পাখি কতই দেখি
নদীর বালু চরে ।
ভীষণ শীতে রোদের ছোঁয়া
আরাম লাগে খুব,
ইচ্ছে জাগে তাল-পুকুরে
দিতেই পারি ডুব ।
শীত আসলে গরম জামা
থাকে সবার গায়ে,
জুতোর সাথে থাকে আবার
গরম মুজা পায়ে ।
বৃদ্ধ দেখি শীতের ছোঁয়া
কাঁপছে তরে তরে,
তাদের সেবা হয়’গো যেনো
সবার ঘরে ঘরে ।