মাতৃ ভাষা বাংলার আমার
জন্ম আমার এই দেশে ।
মায়ের মুখের বর্ণ ধ্বণি
শিক্ষা দিলো মোরে,
বঙ্গ থেকে বাংলা পাই
ভাষা আন্দোলন বায়ান্ন
একুশের ফেব্রুয়ারি দিনে
শহীদ হইল ভাষার সৈনিক।
সফিক রফিক বরকত সালাম
জব্বার আরো ছাত্র শিক্ষক
রাজ পথে রক্ত দিলো ভাই
মু্ক্ত পাখির মতো কথা বলি
রাষ্ট্র ভাষা উদয় কৃষ্ণচূড়ায়
গায়ের জামা লাল মা গো।
একুশের ভাষার চেতনা
মনের ভাব লিখন লিখি
যে ভাষা আমরা কথা বলি।
মায়ের কোলে শিশুর বুলি
মাতৃতি ভাষা জন্ম ভূমি
বাংলার আমার প্রাণের ধ্বণি
সবার প্রিয় ভাষার বাণী।