নাজমুল ইসলাম সজীব
ভালোবাসা ভালোবাসা
মনে আছে কত আশা।
ভালবাসা হয় না কোন পর
ভালবাসার মানুষের সাথে বাধবো ঘর।
ভালোবাসার ভাল মানুষ
কর্ম তোমার মঙ্গল বয়ে আনুক।
ভালোবাসার হয় না ইত্যাদি
ভালোবাসা খুবই আদি।
ভালোবাসায় মনের মিলন
ভালোবাসা নেভায় অনল।
ভালোবাসা চুপিসাড়ে
ভালোবাসা মনকে নেয় কেড়ে।
ভালোবাসার ঝগড়া বিবাদ
নতুন ভালোবাসার করে আবাদ।
ভালোবাসা স্মৃতিময়
ভালোবাসা ভুল নয়।
ভালোবেসে ভালো থেকো
তোমার স্বপ্ন তুমি দেখ।
ভালোবাসা ঘুড়ির মতো
বলবে কি ভালোবাসি কত!
ভালোবাসার আধাঁরকালে
ভালোবেসে যাবো পরকালে।
ভালোবাসায় আছে শান্তি
দূর করো মনের ক্লান্তি।