ভালোবাসা ভোরের লোহিত আলোক প্রভা,
ভালোবাসা সাঁঝে তুলসী তলায় পিদিম জ্বলা।
ভালোবাসা স্রোতের বিপরীতে পালতোলা নৌকা,
ভালোবাসা রুক্ষ মরু বুকে এক পশলা বারিধারা।
আমার কাছে ভালোবাসা আকাশের লক্ষ তারা,
ঐ মুখের হাসি, বদনের ধ্বনি একটু শুনতে পাওয়া।
আমার কাছে ভালোবাসা প্রতিটি জীবের নিঃশ্বাস প্রশ্বাস
যার নেই কোন স্থান-কাল-পাত্র, নির্দিষ্ট ক্ষন দিবস।
ভালোবাসায় ভালোবাসা রাখে বেঁধে জন্ম-জন্মান্তর
নিষ্কাম প্রেম চির অম্লান, চির অমর।
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা “বাতায়ন ২৪” সাহিত্য পত্রিকার সম্পাদক এবং সংশ্লিষ্ট সকলকে।।