তাপস কুমার বর
আমি সুদূরের পিয়াসী..
গরল মেশানো নীলকন্ঠ হয়েছি।
নীল বিষের পেয়ালায়..
আমি উন্মত্ত পাগল সেজেছি।
হয়তো তোমার জন্য..
নীলকন্ঠ পাখি হয়েছি।
ওই উচু নিচু পর্বতমালায়..
ক্লান্ত পথিক সেজেছি।
আমি সুদূরের পিয়াসী,
এখনো তোমার নেশার গ্লাসে..
কন্ঠে বিষ ঢেলেছি।
আমি শঙ্খচিলের স্বপ্ন নিয়ে,
তোমার বিরহ যন্ত্রণায় মিশেছি।
তুমি কি বিদ্রোহী..?
তোমার দুর্জয় পথে হাঁটতে হাঁটতে..
আমি আজ ক্লান্ত হয়ে পড়েছি।
হয়তো তোমার জন্য..
কত স্বপ্ন সাজিয়েছি।
শুধু তোমার জন্য,
আমার অমৃত সাগর পাড়ে..
রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচেছি।