আল আমিন বাঘ
এ জীবন কেটে যায় দুঃখেরই ঠিকানায়!
আজও পাইনি আমি সুখেরই সন্ধান!
আমি তো পারিনি ভুলিতে তোমায়!
হয়তো তুমি ভুলে গেছ আমায়!
হয়তো কখনো হারিয়ে যাবো অচেনা পথে!
চলার পথে যাত্রী আমি বুক ভরা ব্যাথা নিয়ে।
ভেবনা তুমি ভুলে গেছি আমি তোমায়!
এখনো তুমি আছো আমার মনি কোঠায়।
তোমার ভালবাসায় আমায় করেছে উৎসাহিত।
তাই তোমায় ভালবেসে আমি হয়েছি ধন্য।