নিজস্ব প্রতিবেদন
করোনার টিকে আগামী কাল বুধবার আসার কথা থাকলেও তা বৃহস্পতিবার আসবে বলে ভারতীয় কূটনৈতিক সূত্র আজ জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছে ফ্লাইটের সিডিউল এখনো জানা যায় নি তাই সিডিউল অনুযায়ী টিকা আসবে।
তা আগামী কাল অথবা পরের দিনও হতে পারে।
প্রথমে ইউনিয়ন পর্যায় টিকা দেয়া হবে না। ঢাকা থেকে শুরু করে উপজেলা ও জেলা পর্যায় প্রথমে টিকা দেয়া হবে বলে যানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরো জানিয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাউকে টিকর দেয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হবে না।
প্রথমে স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের টিকা দেয়া হবে। গত সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ মর্মে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। তাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে।