ভারতের ২৪পরগনা থেকে প্রকাশিত সন্দীপ গায়েন সম্পাদিত আজাদ সাহিত্য পত্রিকার।
এই ‘আজাদ সাহিত্য পত্রিকা’ শুধু মাত্র একটা পত্রিকাই নয় এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ। নেতাজী সুভাষ চন্দ্র বসুর দেশপ্রেম ও আদর্শ কে ধরে রাখতে এবং সবার মধ্যে তার ধারাবাহিকতা প্রচারের জন্য কাজ করে যাচ্ছে আজাদ সাহিত্য পত্রিকা।
পত্রিকার তৃতীয় বর্ষের বিশেষ আয়োজনে দেশ বিদেশের বহু লেখক কবিদের লেখা নিয়ে প্রকাশিত হয় বিশেষ সংখ্যা। আর এতে বাংলাদেশের বহু লেখক কবিগনের লেখা প্রকাশিত হয়। চূড়ান্ত বাছাইয়ে সেরা হিসাবে নির্বাচিত হয়ে সেরা লেখক মনোনীত হয়েছেন সাহিত্য পোর্টাল বাতায়ন24 এর তিন সম্পাদক।
বাতায়ন24 এর প্রধান সম্পাদক জনাব খোরশেদ আলম বিপ্লব তার সমসাময়িক বিষয় নিয়ে লেখা প্রবন্ধ,সাহিত্য সম্পাদক উম্মে কুলসুম মুন্নির আত্মোপলব্ধি মুলক প্রবন্ধ মানুষ ও মনুষ্যত্ব ও বাতায়ন24 এর বিশেষ সম্পাদক সারা ফেরদাউস নারী বিষয় প্রবন্ধ “নারীর কথা জীবনের কথা” জন্য সেরা লেখক ২০২১ হিসাবে এ মনোনীত হয়েছেন।
গত ৩১ জানুয়ারি ২০২১ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই সম্মাননা ঘোষনা ও প্রদান করা হয়।
এই তিন জনের পক্ষে সম্মাননা গ্রহন করেন কলকাতার বন্ধু ফেরদৌস রহমান।