তাপস কুমার বর
একমুঠো ভাত চাই,
ওরে অর্থবিলাসী!
কত জীর্ণ কঙ্কাল দেহ,
শুধু খিদের যন্ত্রণায়।
ভাত নেই,ভাত নেই,
দোরে দোরে ভিক্ষা ছাইবি?
আজ শূন্য ভাতের হাঁড়ি,
শুধু কান্নার যন্ত্রণায়?
দুমড়ে মুচড়ে সব ছাড়খাড়,
ভাত চাই,ভাত চাই…।
হাজার মানুষের ভিড়ে,
যন্ত্রণা আর কতদিন?
দোরে দোরে ফিরেছি,
একমুঠো ভাই চাই।
হাজার কুকুরের ভিড়ে,
আমিও ভাত চেটে খাই।
সভ্যতা আজ উলঙ্গরূপী,
মানুষের মূল্যের দাম নেই।
কতদিন আর কতদিন?
ওরে অর্থবিলাসী,
ভিড়ের মাঝে ওই…
ভাত চাই,ভাত চাই।
খিদের তারুণ্য যন্ত্রণা,
একমুঠো ভাত চাই।
হাজার কুকুরের মাঝে,
আমিও ভাত চেটে খাই।