আল আমিন শাহেদ
না পাওয়ার কথা মনের মাধুরীতে জাগে ক্ষণে ক্ষণে
বহু বছর পর মনেরই ভিতর
তোমার কন্ঠস্বরে কর্ণের মাঝে আসে
বুকে ভীষণ ব্যাথায় ছটপট করে।
শর্ত ছিল অনেক অর্থ ছিল শূন্য
বুকটা যেত ভিজে তোমার কান্নার জলে,
মেঘের মত হৃদয় ছেয়ে গেল
দুজনের ফিসফিসিয়ে কথা বলার দৃশ্য।
গোলাপের ভাঁজে ছিল চিঠিটা
হাতে নিয়ে কাপছিল শরীর
কি করে তা পড়ি সেটাই তো ভয়,
চিঠির উপড়েই ছিল লাল লিপিষ্টিকের কোমল ঠোঁটের স্পর্শের ছায়া।
বুকের বা-পাশে ভীষন ব্যাথার অনুভুতি
হাল্কা নরম হাতের পরশ
লজ্জায় কাপছে পুরো শরীর
চোখ খুঁলে দেখি আমি একা দাড়িয়ে চিঠি হাতে।
বহু বছর পরে মনের গভীরে বার বার প্রশ্নের আনাগোনা
রোমাঞ্চের কথা কি মনে পরে তোমার?
আদ্যোপান্তে ভিজিয়ে দিতে চোখের কাজল দিয়ে।
জোসনা রাতে সাতটি তাঁরার স্বপ্ন ভুলিয়ে দিত সব।
ভালবাসা রং সাত বলছে গুনীজন
ভালবাসা পরবে ধরা যে কোন সময়।
চুল পাকিলে হয় যে বুড়া ভালবাসা করে উড়ু উড়ু
তাই বলে কি ভালবাসার রংটা পাল্টায়?
বয়সের কারনে ত্বকটা যাবে কুচকে
অভ্যাস কি করে যাবে পাল্টে?
ভালবাসার গভীরতায়
আঁচলের ভিতরে সবটাই যে পৌছায়।
বয়স বাড়লে প্রেমটাও বাড়ে
লাল গোল