আবুল ফজল ভুইয়া
নেই উল্লাস,
বিয়ে হয়ে গেছে,
বাড়িটা কেমন ফাঁকা।
একমাত্র বোন,
মায়ার বাঁধন,
বুকের জমিন খা খা।
পুরনো জামা,সাজন পাতি,
পড়ে আছে কত বই।
ছিল এ ঘরে,গেল সে সরে ,
আমরা তো আপন কেহ নই।
কত অভিমান,কত বকাঝকা,
কত নালিশ ,কত শাসন,
কে করিবে আজ ?
সেই ছেড়েছে বিচারের আসন।
বড় বোন বড় মায়া লাগে,
কাঁদিয়ে গেছে মোরে।
কেউ ডাকেনা এখন ,
পড়াতে বসেনা ভোরে,
মেয়েদের নসিব পাখিদের মতো,
বাপের বাড়ি ছাড়ি,
পর করে ঘর,আপনকে পর,
আপন শশুর বাড়ি।
হায়রে আপা ,
নিয়মের বেড়াজালে,
আছে বন্ধন তবু চির ছেদ।
তুমি আমি দুই ডালে।