আজ ১৫ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মিটিং রুমে এফআইভিডিবি কর্তৃক ইএমডিসি প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি, ফ্যামিলি এ্যানগেইজমেন্ট এন্ড এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর মোঃ আবু সাঈদের পরিচালনায় উক্ত প্রকল্প ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি-ইএমডিসি প্রকল্পের কোঅর্ডিনেটর মোঃ দিদারুল ইসলাম ও প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্যে ও কার্যক্রম বিষয়ক উপস্থাপনা করেন মনিটরিং, ইভ্যালুয়েশন এন্ড রিপোর্ট কোঅর্ডিনেটর কাজী আনিসুল হক।
এসময় ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ এবং এফআইভিডিবি-ইএমডিসি প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর আবুল কাশেম,বিশ্বজিৎ কুমার দাস, একাউন্ট এন্ড ফিন্যান্স কোঅর্ডিনেটর তারিকুল ইসলামসহ প্রমূখ।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীগণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তাদের পরামর্শ, মতামত ও চলমান কাজের প্রসংশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, এফসিডিও এর অর্থায়নে, ইউনিসেফের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় কোভিড-১৯ এর কারণে ৭-১৪ বছরের শিশু, যারা যথাযথ শিখন অর্জন থেকে পিছিয়ে রয়েছে কিংবা স্কুলে অনিয়মিত রয়েছে অথবা ঝরেপড়ার ঝুঁকিতে রয়েছে এবং কোন স্কুলে ভর্তি হয়নি, তাদের জন্য শিখন কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে মূল ধারায় শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য ইএমডিসি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।