সৌমেন দেবনাথ
নিজের কাজ করে পারি না
হয় না শখে হাটা,
আবার করতে হয় পরের কাজ
কষ্ট ব্যাগার খাটা।
সূর্য ডুবে উঠে চন্দ্র
কাজে ডুবে থাকি,
নিজের কাজে দরদ বেশি
দিলে হয় না ফাঁকি।
নিজের কাজে ব্যস্ত থাকলে
পরে ডাকে মাঝে,
পরের কাজ আগে করতে হয়
লাগে বড্ড বাজে।
নিজে কাজে রফা দিয়ে
ফিরি দুলি হেলে,
পরে ডাকে ব্যাগার দিতে
বিশ্রাম নিতে গেলে।
নিজের কাজে পাই না কাউকে
কাজ দেয় না কেউ ধরে,
পরের হাতের কাজ করে দেই
জীবন পরের তরে।
নিজের কাজে কাউকে ডাকতে
লজ্জা আমার লাগে,
মানুষ কোন বিবেকে ডাকে
ক্ষুব্ধ হই তাই রাগে।
নিজের কর্ম অন্যের ঘাড়ে
দিলে জাগবে ভ্রান্তি,
নিজের কর্ম নিজে করলে
জাগবে মনে শান্তি।
নিজের কর্ম নিজে করলে
তৃপ্তি তাতে থাকে,
নিজের কর্ম অন্যের দিয়ে
করলে পড়বে পাঁকে।