সৌমেন দেবনাথ
তেল মাথায় তেল ঢালো তুমি
চলো তালে দিয়ে তাল,
সদূর ভেবে কাজ করবে ভাই
আজকের দিন থাকবে না কাল।
সময় থাকতে শক্তি দেখাও
বলো কথা উঁচু,
সময় গেলে বুঝবে ঠেলা
থাকবে হাতে কচু।
যৌবন কালে জীবন গড়ো
তা না করো বিয়ে,
খাটতে খাটতে জীবন যাবে
খাবে ভর্তা দিয়ে।
হিসাব কষে পা ফেলো না
এক গুণ্ডা নাও বাচ্চা,
বুঝবে জ্বালা মানুষ করতে
জবাব পাবে সাচ্চা।
উড়াল দিয়ে চলো তুমি
উড়নচণ্ডী যে চাল,
দেখার তোমার থাকবে বাকি
মরবে তুমি অকাল।
বোঝার আগে পাকো তুমি
বোঝো না তো উদ্দিশ,
বৃদ্ধ হবার আগে মরবে
পাবে আয়ু চল্লিশ।
অল্পে উপর উঠতে তুমি
মিথ্যা বলো ডাহা,
তারা একদিন ধূলিসাৎ হয়
টেকে সর্বংসহা।
বোঝার যারা বোঝে তারা
জীবন গড়ে তারা,
বোঝে যারা বহুত বেশি
হয় যে সর্বহারা।