মোহাম্মদ আরিফ হোসেন
(উপদেশ মূলক গল্প)
এক ছিলো কৃষক, তার ছিলো বড় বড় চাষের জমি। সে ছিল অনেক সচ্ছল এবং সহজ সরল।
কৃষক তার জমিতে সব সময় কলার চাষ করতো। কৃষকের কলা স্বাদে ছিলো খুব সুমিষ্ট,কারন সে জমিতে অতিরিক্ত সার ও কেমিক্যাল ব্যবহার করত না, সে রাসায়নিকের ক্ষতি সম্পর্কে কিছু ধারনা রাখত আর তাই তার কলার স্বাধ ছিল অতুলনীয়। সেই কলা বাজারে বিক্রি করে কৃষকের দিন ভালোই চলছিলো এবং তার ভালই লাভ হচ্ছিল।
একদিন কৃষক বাজারে গিয়ে দেখে এক দোকানী বাদাম বিক্রি করছে এবং প্রচুর অর্থ লাভ করছে।দোকানী খোসা সহ কম দামে আর খোসা ছাড়া বেশি দামে বাদাম বিক্রি করছিলো।
এই দেখে কৃষকের মাথায় একটা আজব বুদ্ধি খেলে গেলে।
কৃষক ভাবলো পরদিন সে তার কলাগুলো খোসা ছাড়িয়ে বিক্রি করবে এবং বেশি টাকা লাভবান হবে।
যেই চিন্তা সেই কাজ,পর দিন কৃষক তার সব কলার খোসা ছাড়িয়ে বাজারে বিক্রির জন্য যায়।
আর সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে বসে থাকে। তার একটা খোসা ছাড়ানো কলাও আজ বিক্রি হল না।সে ভাবলো হয়ত নতুন কিছু তাই বিক্রি হচ্ছে না, ক’য়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে এবং তার বিক্রি বেড়ে যাবে নিশ্চই কিন্তু না,
এভাবে আরও কিছু দিন কেটে যায়।
তার খোসা ছাড়ানো কলা বিক্রি হচ্ছে না, বরং এখন কোন ক্রেতা তার দিকে ফিরেও তাকায় না,এদিকে কৃষকের জমানো টাকা ফুরিয়ে যায় এবং সে এখন ঋণ করে চলতে হয়।
এদিকে কৃষকের অবস্থা আরো খারাপ হতে লাগল তাই সে তার জমি বিক্রি করে দিতে লাগল এবং কিছু দিনের মধ্যে সে তার জমি বিক্রি করে দিল।
আর এভাবেই সে তার সঠিক পথকে বোকামিতে পরিনত করে তার ফল ভোগ করতে থাকেন এবং তার সুনাম ও সম্পদ সব নষ্ট করে নিঃস্ব হয়ে পড়ের।
শিক্ষাঃ সব কাজ একই ভাবে করা যায় না আর তার ফলও সব সময় ভাল হয় না।
সাভার, ২৪/৮/২০২০, বিকাল ৫:৫০