মো: কামরুল হাসান
কিছু মানুষ নির্লজ্জ,
কেউ আবার বেহায়া-
কিছু মানুষ মুখোশেতে
ঢেকে রাখে চেহারা।
হাটে ঘাটে দালালি
ধপকরে বড়লোক-
চমকে বেশভূষা-
সহসা অপলক।
কাকটাকে হাতবুলি,
প্রসাধনী লেপনে-
ধবধবে হয়না সে
অযথাই যতনে।
রাজাকার রাজনীতি,
যত করো চামচামি-
বেশভূষা করে তুমি
হবে নাতো সম্মানি।
কোথা থেকে কতদুর!
পশ্চাতে নাহি চাহি-
কভু তুমি পারবে না
সাম্যের গান গাহি।
শাহেদের চেহারাতে
সাদৃশ্য কিছুটাতে-
তাই বলে ভেবোনা
সবকিছু চালাকিতে।
যত করো আবদারি
হাত নেড়ে তাবেদারি-
ক্ষণিকের সফলতা
নবপানে হুশিয়ারি।
ভেবনাকো অনেক সময়
সামনে আছে পড়ে-
পিছন ফিরে তাকিয়ে দেখো
বেলা গেছে গড়ে।
চলছি ভাল, দেখছি ভাল,
হঠাৎ যখন যন্ত্রনায়-
দেখবে তুমি দাড়িয়ে আছো
বেলা শেষে মোহনায়।