বাতায়ন24 ডেস্ক
ডিসেম্বরে ২১ তারিখে এই বিরল মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখতে পাবে পৃথিবীর মানুষ।
গ্রহ দুটি প্রতি বিশ বছর পরপর কাছাকাছি চলে আসে।
তবে এবার সবচেয়ে বেশি কাছাকাছি আসছে গ্রহদুটি যা কি না খুবই বিরল।
তথ্য মতে ১২২৬ খ্রিস্টাব্দে মার্চের ৪ তারিখে বৃহস্পতি ও শনি কাছাকাছি এসেছিলো।
রাইস ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ও জ্যোতির্বিজ্ঞানী প্যাট্রিক হার্টিগান এক বিবৃতিতে জানিয়েছেন, শনি ও বৃহস্পতি গ্রহ দুটির এতো কাছাকাছি আসা এক ধরনের বিরল ঘটনা।
বিবৃতিতে আরো জানানো হয়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় পূর্ণ চাঁদের ব্যাসের থেকেও গ্রহ দুটির মধ্যকার দূরত্ব কম থাকবে। ফলে পৃথিবী থেকে জোড়া গ্রহের মতো দেখা যাবে গ্রহ দুটিকে। টেলিস্কোপ দিয়ে দেখলে গ্রহ দুটির বড় উপগ্রহগুলোও দেখা যাবে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যাবে।
এছাড়া গোটা ভারতীয় উপমহাদেশ থেকেও এই দৃশ্য অবলোকন করা যাবে।
শুধু ২১ ডিসেম্বরই নয়, ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর এই দশ দিন সূর্য ডোবার পর পশ্চিম আকাশে চোখ রাখলেই গ্রহ দুটির কাছাকাছি চলে আসার বিষয়টি বুঝা যাবে। এরপর ২১ ডিসেম্বর সবচেয়ে কাছে আসবে এই দুটি গ্রহ। পরে আবার তারা ক্রমান্বয়ে দূরে সরতে থাকবে।