তারেক আল মুনতাছির
সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলেছে
সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো।
হিম হিম হিম শীতল বাতাস
সারা গায়ে কাঁপনি তুলে
আলতো ছোঁয়ায় ডাকছিলো।
রাত প্রহরী হাস্নাহেনা
চাঁদনীমাখা সুবাস বুকে
রাতের ছায়ায় ভাসছিলো।
ছন্নছাড়া মেঘের বেশে
তার স্মৃতি সব এলোমেলো
হাতছানিতে ডাকছিলো;
সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো।
আধখানা চাঁদ ধীরে ধীরে
আদর মাখা রাত্রি ছিড়ে
চুপটি করে হাসছিলো;
রাতের আঁধার গলে গলে
জানলা ছেড়ে যাবার ছলে
দৃষ্টিসীমার দুয়ার থেকে
পেছন ফিরে চাচ্ছিলো;
সেদিন বৃষ্টিভেজা রাত ছিলো।
হাস্নাহেনা,চাঁদনী ভুলে
দুঃখ প্রিয় বিষন্ন সুর
আপনমনে বাজছিলো।
নীরবতার সঙ্গে বসে
নিরাশ্রিত অশ্রুরা সব
কান্না হয়ে হাসছিলো;
সেদিন বৃষ্টি ভেজা রাত ছিলো।