উম্মে কুলসুম মুন্নি
সেদিন ছিল এক বৃষ্টির বিকেল
তুমি আমি মুখোমুখি বসে,
ধোঁয়া উঠা কফির পেয়ালা সামনে
আনমনে ভাসছি রঙিন ভুবনে ।
হঠাৎ করেই তোমার হাত আমার হাতে
শিহরিত করলো এক নতুন ছোঁয়ায়,
সেদিন এর সেই অজানা অনুভব
আজও আন্দোলিত করে আমায় ।
তোমার দুটি মায়াবী চোখ যেন
ইশারায় ডাকে আমায়,
যার গভীর জলের মাঝে
হারিয়ে খুজে ফিরেছি নিজেকে।
তোমার আয়েশী চুলের ভেজা
গন্ধ সেদিন মাতাল করেছে আমায়,
তোমার চটুল কথার যাদুতে মুগ্ধ আমি
দেখেছি তোমায় অবাক নয়নে ।
মনের জানালায় দেখেছিলাম
তোমার প্রতিচ্ছবি,
সাজাতে চেয়েছি কাব্য মালা
তোমার চোরাহাসিতে ।
সেদিন ইচ্ছে ছিল কিছু টা সময়
তোমায় নিয়ে জলের ছোঁয়ায় থাকি,
মনের ভুলে একটু সময়
তোমায় ভালোবাসি ।
সেদিন প্রথম বলেছিলে তুমি
মনের না বলা কথা,
ছড়িয়ে ছিলে স্বপ্নের রং
আমার হৃদয় গহীনে ।
জীবন সায়াহ্নে
আজ ও তাই অভিলাষী মন
চায় মুখোমুখি বসতে তোমার সাথে
কোন এক বৃষ্টির বিকেলে ।।।