তাপস কুমার বর
ব্যথিত হৃদয় আজ গুমড়ে ওঠে,
কান্না মেশানো অশ্রুসাগরে।
কত খুঁজেছি তোমায়..
আমার হৃদয়ে প্রেম জাগানো সুরে।
তোমার মিষ্টি মাখানো স্মৃতি গুলি,
আজ মৌন হয়ে সমুদ্রের বেলাভূমির কিনারে কাঁদছে।
কখন তুমি বুঝবে আমায়?
কান্নার সমুদ্রে ভাসতে ভাসতে,
আজ ব্যর্থ যন্ত্রণার সাগরে মৃত্যুর ডাক আসে।
আমি রঙিন স্বপ্নের প্রজাপতির ডানা মেলে,
তোমার কাছে গেছি কতবার..
শুধু অপমানের যন্ত্রণা সইতে।
আজ মৌন হয়ে পড়েছি আমার বোবা কান্নায়,
আমি রূপসীর স্বপ্ন দেখেছি,
কত ভোর জাগানো আমার কান্নার ভেজা বালিশে।
আজ রঙিন স্বপ্নের মায়া গেছে হারিয়ে,
এখনো রূপসী তোমার দরজায় অপেক্ষার প্রহর গুনে।
আমার যন্ত্রণার ম্যারাথন দৌড়ে,
তুমি কি আমায় বুঝবে সেদিন?
আমার যন্ত্রণায় বেছানো মরুসাগরে।
শত বিন্দু ফোঁটার কত জড় কান্না,
ছুটতে ছুটতে সে আজ ব্যর্থ।
বুঝলে না তুমি আমাকে?
আমার পিয়ানো বাজানো সেই বিরহ প্রেমে।