বাবুল আকতার
নদীমাতৃক বাংলাদেশে শত বর্ণের সহস্র নদী বহমান,
সেই দেশের শহীদ মুক্তিযোদ্ধা আমাদের হামিদুর রহমান।
দুর্দান্ত সাহসে জীবন দিলেন নির্ভীক, সাহসী বাংলার দামাল,
কতশত নিরীহ সাংবাদিক, বুদ্ধিজীবী আর মোস্তফা কামাল।
উড়ন্ত লাল-সবুজ পতাকার মর্যাদার জন্য কত দরিদ্র বীর,
বুক চিতিয়ে গুলি খেয়ে জীবন দিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
নয়টি মাস রক্ত-ঘামে ভিজে-ভিজে শুরু হয় বিজয়ের উৎসব,
এক টুকরো মানচিত্রের জন্য মৃত্যুকে বরণ করেন মুন্সী আঃ রব।
আকাশ পথে যুদ্ধ করে শত্রুর বিমান পতিত করলেন বহুদুর,
সে আর কেউ নয়, বাংলাদেশ গৌরব ক্যাপটেন মশিউর।
পাকিস্তানি বর্বরতার দাঁত ভাঙ্গা জবাব দিতে হয়নি কোন বেগ,
সেখানেও বিস্ফোরণ নিয়ে লড়ে গেলেন নূর মোহাম্মদ শেখ।
কত বধ্যভূমি রাজাকারের মদদে রক্তাক্ত হয়েছে বাংলার জমিন,
বীরদর্পে রাইফেল হাতে অগ্রে ছিলেন বীরযোদ্ধা প্রিয় রুহুল আমিন।
দীর্ঘ নয়টি মাস কতশ্রম,কত রক্ত,করলেন কত কষ্ট,
তারা সবাই এই বাংলাদেশের সন্তান, সন্মনিত শহীদ বীরশ্রেষ্ঠ।।