এম.এইচ সাইমন হাসান
মন কান্দে মনের জায় গায়
যায় না তারে দেখা,
কালি ছাড়া হয় না জানি
কলম দিয়ে লেখা।
বৃক্ষের সাথে পিরিতি যেমন
হয় রে বনের লতার,
আলো বিহীন পৃথিবীটা
রয়ে যাবে আঁধার ।
কালীর সাথে পিরিতি যেমন
হায়রে সাদা পাতার ,
নদীর মাঝে হয় না জানি
পানি ছাড়া সাঁতার ।
সাপের বিষে রক্ত যেমন
হয় রে বন্ধু কালা,
আমার বুকে দিওনা বন্ধু
তেমন বিষের জ্বালা ।
বাবলা কাটার ব্যাথা যেমন
ভুলা যায় না,
তেমন ব্যথা কখনো বন্ধু
আমায় দিও না।
নিয়মিত প্রকাশিত হোক,সত্যের পথে চলুক