ঝিনাইদহের কোটচাঁদপুর বিষপানে মারা গেলেন এসএসসি পরিক্ষার্থী অয়ন নাহা (১৬)। সে কোটচাঁদপুর বেনেপাড়ার অসিম নাহার ছেলে। মঙ্গলবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রেমঘটিত কারণে সে বীষপান করেন বলে জানিয়েছেন স্বজনরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, গেল ২২ মে সকালে বীষপান করেন অয়ন নাহা। এরপর তাঁর স্বজনরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে চিকিৎসা দিয়ে ভর্তি করে দেন। পরে তাঁর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
যশোর হাসপাতালেও অয়নের অবস্থাক অপরিবর্তিত থাকলে, তাকে খুলনা করেন। এরপর অয়ন কে ঢাকা নিয়ে যান তাঁর পরিবার। মঙ্গলবার সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিষয়টি নিয়ে মৃতের মামা খোকন নাহা বলেন,প্রেম ঘঠিত কারনে, এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে তারা কোন পদক্ষেপ নিবেন না বলে জানিয়েছেন তিনি।
অয়ন নাহা কোটচাঁদপুর বেনেপাড়ার অসিম নাহার ছেলে।
সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বুধবার সকালে তাকে তাঁর নিজ গ্রাম চৌগাছায় সমাধিস্থ করা হয়েছে।
উল্লেখ্য, গেল ১ সপ্তাহে ১১ জন আত্মহত্যার চেষ্টা করেন এ উপজেলায়। এরমধ্যে ৯ জন প্রাণে বেঁচে গেলেও মারা যান ২ জন। যার মধ্যে রয়েছে অয়ন নাহা ও ইভা খাতুন(১৬)। সে কোটচাঁদপুরের হরিণদীয়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। গেল ২২ মে গলায় রশি দিয়ে মারা যান। ইভা স্কুলছাত্রী ছিলেন বলে জানা গেছে।