মন হারা পাগল আমি,
পাগলামির কে বেদ জানে?
স্বর্গ নরক আয়া সুফিয়া,
পাগলের কথা কি মানে।
হৃদয় তোমার গলেনা কবু,
পাগলের প্রলাপ বুঝে কি প্রভু,
স্রষ্টার প্রেমে পাগল নই আমি,
পাগল তাহার সৃষ্টিতে।
পাগল আমি ঝর্ণাধারায়,
বরষার ঐ বৃষ্টিতে।
কন্যা শোকে পাগল আমি,
পাগল আমি বন্যাতে।
মৃত্যু ভয়ে কুঁকড়ে পাগল,
মুরে থাকি পথ পানে।
পাগলের প্রলাপ কে বুঝিতে চায়?
কে বা তাহার বেদ জানে।
আমি পাগল তুমি পাগল,
পাগল মোরা সব জনে।
বিধাতার এই খেলায় পাগল,
পাগলামিতে আনমনে।
গাঁজার শোকে প্রজা পাগল,
পাগল রাজা রামমোহন।
পাগলামিতে গল্প ছড়া,
লিখে দিলাম সাতকাহন।
পাগল মোরা বুড়ো ছোরা,
আসল পাগল সাবুর বাপ।
কুকুর বেড়াল পাগল হলে,
জল ডাঙাতে মারে যাপ।
এতো পাগল তবু কেন,
নতুন পাগল আমদানি।
নিজে পাগল তবু কেন?
পাগলের হয় মানহানি।
ছোট পাগল বড় পাগল,
পাগল তোদের কালার বাপ।
পাগলের এই কৃর্তন শুনে,
দিস না কেহ অভিশাপ।
পাগল দিবস থাকতো যদি,
পাগল হতো নর-মাদি।
হতো তাদের বিয়ে সাদী।
পাগল হতো বর-কনে।
বিশ্ব জোরা পাগল সবাই,
ভেবে দেখো আনমনে।