সৌমেন দেবনাথ
স্বপ্ন আশার দু হাজার বিশ
নানান রঙে রেঙে
বেকার আমায় করে দিয়ে
কোমর দেছে ভেঙে।
কাজ হারিয়ে ঘরে বসে
যাচ্ছি জলে ভেসে,
বিশের জ্বালা বেশি বিষের
গেছি একদম ফেঁসে।
মাসের পর মাস কাজ নেই হাতে
বলো কেমন লাগে,
মেজাজ মর্জি ঠিক থাকে না
জ্বলে মরি রাগে।
কাজে থাকলে ভালো লাগে
বন্ধু-বান্ধব সঙ্গে,
বন্দী ঘরে একা একা
সয় না সোনার অঙ্গে।
টাকা বিহীন জ্বালায় থাকে
পুরুষ মানুষ যারা,
কাজ হারিয়ে নিঃস্ব সবাই
মনে মনে মারা।
দ্রব্য মূল্যের দামে আগুন
পকেট কিন্তু ফাঁকা,
জীবন যুদ্ধে যাচ্ছি হেরে
দৈন্য যায় না ঢাকা।
জীবন যাত্রা বদলে গেছে
রুক্ষ্ম শুষ্ক মেজাজ,
পেটে ভাতে বাঁচবো বলে
কাজ ফিরিয়ে দাও কাজ।
সান্ত্বনা নেই মনের মাঝে
হাল হয়েছে বেহাল,
কাটবে কবে করোনা কাল
চাই সেই রাঙা সকাল।