সৌমেন দেবনাথ
বিয়ে দেয় না বলে বাবা
ছেলে ঘরে কাদে,
বাবা বোঝে বিয়ে করলে
ছেলে পড়বে খাদে।
ছেলের কাণ্ডকীর্তি দেখে
বাবা হলো রাজী,
বিয়ের দিনে খুশী মনে
ফুটলো ভরদিন বাজি।
বৌ যে পেয়ে ছেলে খুশী
চলে খাওয়া বাদে,
সবাই বলে বুঝবি সবই
পড়লি কোন সে ফাঁদে।
দুদিন যেতেই কাজে যেতে
ছেলে হলো বাধ্য,
কাজ কী সে আর করতে পারে
সবই কষ্টসাধ্য।
কাজে বসে কাদে ছেলে
ভাবে কথা বাবার,
এই বয়সে বিয়ে করায়
ক্ষ্যাপায় কেউ কেউ আবার।
বিয়ে বাতিক এই বয়সে
একটা চরম ঠকা,
বৌয়ের আঁচল ধরে ঘুরবে
বৌ দিয়ে দেয় বকা।
সংসার কী বুঝলো না যারা
পঁচবে জীবন বাঁক টা,
বোঝে শুধু নেবে বাচ্চা
প্রতি বছর একটা।
সংসার জোয়াল টানতে টানতে
শিক্ষা কি তা শেখা,
জীবন জুড়ে দুঃখ শুধু
পায় না সুখের দেখা।