পাথর উন্মুক্ত হয়ে আসে আসুক আমাকে রঙ দিও না
বিবেক ধন সাহস যোগায়, মন দেওয়ালের খাঁচায়।
পড়ন্ত বিকেল ফুলের সুবাস একা একাই
হৃদয়ে জ্বলে সূর্যের আবাশ,দিনের চারিত শান্তি দেখাই।
গ্রামে গ্রামে ছোট,ছোট কুঁড়ে ঘর নদী নাওয়াই দিনভর
মন মরে গেছে বহুদূর পাখিদের আওয়াজ নির্বাণ সুর
ঝড় জলসানোর হাসি,আকাশ ছুঁয়ে দেখ পাখি
খুলে দাও সমস্ত রশ্মি ছিন্ন সুখে ছুঁয়ে থাকি গাছ
ঝড়ার তলে ঝড় বেহুলা মন মরে গেছে পায় না তার দেখা
আকাশ ছুঁয়ে মাটি মোরা সবুজ শ্যামলে আখি
আছি জ্ঞান অর্জনতায় আওয়াজ জিব্বা তার ফুলে ব্যঞ্জন ছুঁয়ে মনের নিভৃতে স্বপ্নচারি এই সেলক দুপুরে
ভরা সবুজ শ্যামলে”হাত রাখি সাদা কাগজে কবিতার খুঁজে”
শতমূল,বৃক্ষ রাশি,রাশি আছি পাশাপাশি!
মন দোওয়াল বিবেক ধন সাহস- খাঁচায় আটকানো পাখি,
ভরদুপুর রাখাল ছেলে বাজায় বাঁশি সুদিনের চেতনায় দেখি।
জল ঝড়ানো হাসি জিব্বার নাই শিরা সেই ক্ষনে
মন পুড়ে গেছে দাবানল-দাহে দুঃস্বপ্নে!
সূর্য উঠার কালে হাতের মুঠোয়’মনে হয় সময় কেমন কেমন
ঘুমন্ত হালে পরিলো কথা বিবেক ধন সাহস একা
গাছটির পাতা ঝরে গেলে যাক মন দেওয়াল খাঁচায়।
চামড়া গুটিয়ে আসুক মরে গেছে বিবেক ধন
পাত্তা দিও না এখন পাথর উন্মুক্ত হয়ে সাহস
বেরিয়ে আসুক বাচ্চা ছেলে মেয়েরা বিবেক ধন সাহস।