তানভীর আহমেদ
কোথায় গেলে পাবো আমার বাম পাঁজরের হাড়?
তাহার জন্য এখন আমার ঈমান রাখাই ভার!
স্রষ্টা তুমি বানিয়েছ মন তোমার মত করে…
সময় যে আর কাটে না একা,
ফুরায় না প্রহর অপেক্ষার…
যা দিয়েছ আমায় তুমি, কোথায় দাওনি কিছু বলে…
পালাবার পথ দেখি না আজ, বাধ্য করেছো হুকুমে,
খুজে ফিরি পথে-ঘাটে, অন্তরে-অন্তরে।
যেথায় আছে আমার অর্থখানা,
কোথায় পাবো তারে।