সাইমুন ইসলাম
ভাঙতে যদি পার তবে
সব দল বল ভেঙ্গে দাও।
ফিরিয়ে যদি নিতে পার তবে
সমাজের ঘৃন্য রীতি ফিরিয়ে নাও।
মুছে যদি দিতে পার তবে
সমাজের ঘৃণ্য প্রথা মুছে দাও।
মানতে যদি পার তবে
কোরানের নীতি মেনে নাও।
এসো এক ছায়া তলে দাড়ায়
জায়গা যদিও সংকীর্ণ হয়।
তাহাতে সুখ দুঃখে মেতে
মোরা স্বাধীন মাতুলালয় বানায়।