বিদায় নিলেন চট্রগ্রাম সিটি করর্পোরেশন প্রশাষক খোরশেদুল আলম সুজন।
বিদায় পূর্বক তিনি সবার উদ্দেশ্য বললেন যে বিগত দিন গুলো আপনার সাথে ছিলাম,আমি মানুষ আর মানুষ মাত্র ভুলের মাঝে কাজ করা, তাই কেউ যদি আমার কাজের জন্য সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমার জন্য দোয়া করবেন এবং আমার কোন কাজে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই,আমাকে ক্ষমা করবেন। বিদায়ী প্রশাসক
খোরশেদুল আলম সুজন..
“পথ দেখিয়ে পথ ছাড়লেন সুজন”
তিনি ৬ মাসের দায়িত্বকালে যা যা কাজ করে দেখিয়েছেন তা ছিলো সর্বজন প্রশংসিত।
পোর্ট কানেক্টিং রোড, আগ্রাবাদ এক্সসেস রোড থেকে শুরু করে নিউ মার্কেটের হকারদের শৃঙ্খলায় ফেরানো কি করেননি এই ৬ মাসে। রাস্তায় নেমে নগরীর মানুষের কাতারে এসে অক্লান্ত কাজ করে গিয়েছেন।
চট্টগ্রামবাসী তার এই অবদান আজীবন মনে রাখবেন এমনই বিশ্বাস সূধী জনের।