মৃধা মুহাম্মদ আমিনুল
মাগো আমি যুদ্ধে যাবো
দাও আমায় বিদায়,
বঙ্গবন্ধু হাক তুলেছেন
যেতে হবে আমায়।
মোরে বাধা দিওনা আজ
যাচ্ছে দামাল ছাবাল,
যুদ্ধে মোরা আনবো বিজয়
সুখে রবো চিরকাল।
মাগো দোয়া করো মোরে
বিজয় ছিনাবে সন্তান,
বঙ্গ বসুধারায় পুতিবেই
মুক্ত স্বাধীন নিশান ।
বাবা তুই ফিরে এসেছো
কি দেশের অবস্থা ?
মা’গো খুশির জোয়ার
স্বাধীন রাষ্ট্র-রাস্তা।
ত্রিশ লক্ষ রক্তের ভাই
হয়েগেছে শহীদ,
হাজার নারীর ইজ্জত
চিরনিদ্রায় নিদ।
বীলিন পথ ঘাট-হাট
বীলিন সংসার,
তবুও বিজয় আমার
আজ ১৬ ডিসেম্বর।