আইরিন সুলতানা লিমা
বিজয় মানে সবুজ হাসি
রক্তজবা ফুল,
বিজয় মানে নতুন দিনের
সূর্য উঠা ভোর।
বিজয় মানে মুক্ত আকাশ
স্বাধীনভাবে ওড়া,
বিজয় মানে সহজ ভাষার
খুকির মুখের ছড়া।
বিজয় মানে নতুন কেতন
খলখলানি হাসি,
বিজয় মানে একটি সূর্য
আমরা ছিনিয়ে আনি।
বিজয় মানে মুজিববাদী
সাম্যের নীতিতে চলা,
বিজয় মানে অসাম্প্রদায়িক
৪৭ ধারায় বলা।