এমরান মাহমুদ প্রত্যয়
এখনো বুকে চাপা দীর্ঘশ্বাস
এখনো হৃদয়ে বাজে আত্ম চিৎকারের ধ্বনি।
আঁখিতে অশ্রু,হাহাকারের সুর হৃদয় ও মনে
বোনটি নিখোঁজ, ভাই কোথায়?
মায়ের চোখে অশ্রু থাকলে ও মনে শত্রু হননের আক্ষেপ।
বাবার মনোবল ;
প্রতীক্ষার প্রহরের শেষ কোথায়?
হারানো গল্পগুলো এখনো অতীত নয়
এখনো বধ্যভূমি
বিজয়ীর শোকার্ত কবিতা।
দাউ দাউ করে পুড়ছে মনের ক্ষত গুলো
দেখি রূপকথার মতো স্তব্ধ আতঙ্কিত মৃতদের দেশে
উদ্বাস্তু জনস্রোতে–
তবু জাতিস্মর স্বপ্নে জন্ম হচ্ছে আমাদের সূর্য সন্তান
পতাকা উড়িয়ে দেখি সেখানেও মানচিত্র,
সেখানেও রক্তে লেখা মৃতদের নাম-
সেখানে দাঁড়িয়ে আমি দেখি স্নিগ্ধ সকাল দেখি প্রভাতের সূর্য
সেখানে দাঁড়িয়ে আমি খুঁজে পাই নক্ষত্র খচিত-
বিশাল আকাশে বিজয় নিশান।