ইমরান খান রাজ (স্টাফ রিপোর্টার)
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পদ্মা সরকারি কলেজ। বুধবার সকল ১০ঘটিকায় কলেজ অডিটোরিয়াম কক্ষে শিক্ষক-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিজয় দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়।
এসময় বক্তারা স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডা. এ আর খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান খোকা, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল মোন্নাফ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, অধ্যাপক এম. এ হান্নান খান, এম. এ. রহিম, মোতাহার হোসেন খালাসি, খায়রুল ইসলাম দানেস, ডা. মাহবুবুর রহমান, মো. মুজাহিদুল ইসলাম, হারুন বেপারি, আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ।