শেখ হোসনা
বিজয়ের উল্লাস করি…
কি করে আজ,?
সে তো স্বাধীনতার স্বাদ,
যা হয়নি আজো আমার!
আমও যে নারী জাত।
দিয়েছি সম্ভ্রম তখন…
স্বাধীনতা বিজয়ের লাগি।
ভিন দেশি কুকুরদের
যুদ্ধ জয় লাভের অংশ হই!
দুঃখ এখানেই বলি…
সেই সম্ভ্রম আজো,যাচ্ছে চলে নিজ ভুমি…
কোনো না কোনো উল্লাসের ক্ষনে।
তাই ভয় হয়!
বিজয়ের স্বাদে নিজেরে জুড়ি।
যাবে সম্ভ্রম,হবো পত্রিকার শিরোনাম
সমস্ত দোষ আমার করি…
চাল-চলনে,কথন বলনে,পোশাকের উপরে।
ভয় করি, তাই ভয় পাই…
বিজয়ের স্বাদে নিজেরে জুড়ি!!