লাবণ্য কান্তা
বিজয় থেকে বিজয়ে বিজয়েরই পথে,
বিজয়েরই পথে এগিয়ে যাবো;
আমরা সেই জাতি।
আমরা সেই জাতি __
যারা শুধুই ঢেলে দিতে জানি বুকের রক্ত
মাতৃভূমির লাগি, মাতৃভাষার লাগি।
আমরা যাবো বিজয় থেকে বিজয়ে,
শুধুই বিজয়ের পথে,
মুক্তির পথে, সুন্দরের পথে, কল্যাণের পথে।
বিজয় থেকে বিজয়ে বিজয়েরই পথে,
আমরা যাবো শুধু সত্যের পথে;
শান্তির পথে, সস্তির পথে, আগামির বিজয়ের পথে।