মো সেলিম হোসেন
বিজয়ের পতাকা ডুঁকরে কাঁদে,বাতাসে ভাসে লাশের দুর্গন্ধ,
লাল সবুজের পতাকা কাঁদে,একটু স্বাধীনতা পাওয়ার জন্য।
ষোলই ডিসেম্বর দুই হাজার বিশ বিজয়ের হবে পঞ্চাশ বছর,
তবু কেন আজো বাতাসের ধ্বনিতে ভাসে পচাগলা লাশের দুর্গন্ধ ….!
লাখো শহীদের রক্তে কেনা লাল সবুজের এই পতাকা খানি ,
শত শত নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ-বিজয়,
আমরা সবাই কি তা জানি… ?
শত শত নদী ভরে গেছে সেদিন লাখো শহীদের রক্তস্রোতের ধারায়,
আমরা সবাই কি তা মানি…?
সেদিনের সে কথা সাক্ষী দিয়ে যায় পদ্মা, মেঘনা,যমুনা,
খুব সহজে হয়নি অর্জিত এ-বিজয় ইতিহাস সেই কথা কয়।
অনেক কষ্টে,অনেক রক্তের বিনিময়ে পাওয়া,
একাত্তরের এই মহান বিজয়…!
সেদিনের সে করুণ স্মৃতির কথা লেখা আছে আজো,
স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় পাতায়…!
তবু কেনো আজো এত দ্বন্দ্ব,হানাহানি,
প্রতিহিংসার ভেদাভেদ,
দখলদারিত্বের মহড়াই ব্যস্ত অপশক্তির প্রয়োগ ক্ষেত।