সৌমেন দেবনাথ
ডিসেম্বর মাস বিজয়ের মাস
আমরা শত্রু মুক্ত,
চোখের জলে স্মৃতি আওড়াই
আমরা যারা ভুক্ত।
ডিসেম্বরের ষোল তারিখ
আমরা পাই বাংলাদেশ,
মুক্ত হাওয়ায় নিঃশ্বাস ফেলি
অপশক্তির হয় শেষ।
ডিসেম্বর মাস এলেই আমরা
আনন্দতে হাসি,
হাওয়ায় ভাসে বিজয়ের ঘ্রাণ,
দেশকে ভালোবাসি।
ডিসেম্বরের প্রথম থেকেই
তৈরি হতে থাকি,
বিজয় দিবস উদযাপনে
আল্পনা তাই আঁকি।
প্রথম প্রাতে কুচকাওয়াজ হয়
ডিসপ্লে হয় তারপরে,
সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
কেউ থাকে না ঘরে।
লাল সবুজের শাড়ি পরে
দেশকে গালে আঁকে,
হাতে রাখে পতাকা এক
ভালোবেসে মাকে।
বাবার কাঁধে চড়ে শিশু
প্রাণটা খুলে হাসে,
দেশের জন্ম দেখতে শিশু
স্মৃতিসৌধে আসে।
ষোলই ডিসেম্বর জাতির জন্য
একটি অমূল্য দিন,
যাদের রক্তে বিজয় পেলাম
কেমনে শোধবো সে ঋণ।