মো সেলিম হোসেন
আমি বিজয় দেখিনি!দেখিনি কোন রক্তক্ষয়ী ভয়াল যুদ্ধ বা সংঘাত,
আমি দেখিনি হায়না,শকুন,নর-পিশাচের নির্মম নির্যাতন,
কিভাবে মুখ বুঝে সয়েগেছে বাংলার সাতকোটি,
ঘুমন্ত মানুষের উপর ওৎপেতে থাকা হায়না শকুনের,
পাশবিক নির্যাতন,খুন,ধর্ষণ,লুটপাট আর দখলদারিত্বের মহড়া।
আমি বিজয় দেখিনি..!
দেখিনি লুণ্ঠিত হতে নিজ চোখে,হাজারো
অসহায়ত্ব মানুষের করুণ আতনার্দ…!
তবে যতটুকু শুনেছি সেই ছোট্টবেলা জ্ঞানী আর গুণীজনের থেকে,
আর যতটুকু বুঝেছি ইতিহাসের পাতা পড়ে
তাতেই,
মনে হয়েছে খুব সহজে অর্জিত হয়নি আমাদের এই মহান বিজয়,
আজ আমরা যতটা না সহজে বিজয়ের উল্লাস উৎযাপন করছি।
কেনো জানি বারে বারে বিজয়ের উল্লাস সুর আজ মনের কোণে,
নানান প্রশ্নের জন্ম দিয়ে যায়…….
ক্ষুদ্র এই মনের মাঝে বারে বারে নতুন নতুন,
কিছু জানার আগ্রহ জাগিয়ে যায়……
হৃদয় তটে শুধু উত্তর খুঁজে ফিরে,বিজয়ের আসল অর্থ বা মানে কি?
বিজয়ের অর্থটা আসলে কি?আমরা সবাই কি বিজয়ের আসল অর্থ অনুধাবন করি..!
সবাই কি বুঝি বিজয়ের আসল মর্মবাণী..?
নানান প্রশ্নের বাঁকে খুব জানতে ইচ্ছে হয়, বিজয়ের আসল অর্থ বা মানেটা কি?
বিজয় মানে কি শুধুই…?ঢাক আর ঢোলের তালে তালে বিজয়ের গান,
লাল সবুজের পতাকা হাতে রাস্তায় রাস্তায় ঘুরে,
পথ,ঘাট প্রান্তর জুড়ে তরুণ-তরুণী,নবীন প্রবীন,
সর্বস্তরের জনসাধারণের হাতে হাতে লাল সবুজ পতাকা নিয়ে,
সকল শহীদদের স্মরণে নানান পুষ্প দিয়ে সম্মান প্রদর্শন করা,
বিজয়ের উল্লাস ধ্বনিতে বিজয়ের নানান সুর ছন্দ গান বা স্লোগানে স্লোগানে মুখরিত করা।
বিজয়ের আসল অর্থ বা মানে শুধু কি তাই… ?
নাকি বিজয় মানে স্কুল,কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গুলোতে,
নানান ছবির ফেস্টুন,প্লেকার্ড,ব্যানার উঁচিয়ে,
লাল সবুজের গেঞ্জি গাঁয়ে দিয়ে,মাথায় বিজয়ের পতাকা পেঁচিয়ে
বিজয়ী উল্লাস উৎযাপন করা..!
যদি তাই হয় বিজয়ের আসল অর্থ বা মানে?
তবে আমি অতিনগ্ন এই মানুষ তোমাদের বলব,
বিজয়ের অর্থ এখনো আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি,
পারিনি আজো আমরা কেহ বিজয়ের মর্মবাণী উপলব্ধি করতে,
আমি বলব এটা কখনোই একটি স্বাধীন দেশের মানুষের কাছে,
বিজয়ের মর্মবাণী হতে পারে না……!
বিজয় অর্থ বা মানে তো এমনটা হওয়ার কথা ছিলো…?
অনাহারির মুখে একমুঠোও ভাত তুলে দেওয়া…!
পোশাকহীন মানুষের পোশাকের নিশ্চয়তা দেওয়া…!
অসহায়,এতিম,দুস্ত,প্রতিবন্ধী,পথশিশুদের,সু-নাগরিক হয়ে বেড়ে উঠার নিশ্চয়তা প্রদান করা…!
বিজয় মানে নারী-পুরুষ সকলের সম-অধিকার নিশ্চয়তা প্রদান করা…!
স্বাধীন ভাবে মুক্তমনা আর বিবেকবানের মতামতের স্বাধীনতা পাওয়া,
সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের সাংবিধানিক সকল অধিকার,
স্বাধীন ভাবে ভোগ-দখলের নিশ্চয়তা দেওয়া….!
দেশের প্রতি সকল নাগরিকের উচিত পরিপূর্ণ ভাবে সম্মান ও আনুগত্য প্রদর্শন করা…!