সৌমেন দেবনাথ
সোনার দেশটি রক্তে কেনা
রক্তে পাওয়া বিজয়,
সোনার স্বদেশ মুক্ত করতে
ত্রিশ লক্ষ প্রাণ ক্ষয়।
বাংলা মাকে রক্ষা করতে
শহিদ হলো নিজে,
সেই কথা যে ভাবলে এখন
চোখ দুটো যায় ভিজে।
সোনার দেশের সোনার ছেলে
দেশ মায়ের তরে
মৃত্যুমুখে যুদ্ধে গেলো
না থেকে ঘরে।
দামাল ছেলে দেশের জন্য
তুচ্ছ করে প্রাণ,
তাই তো পেলাম ফিরে মোরা
স্বাধীন দেশের ঘ্রাণ।
বিজয় আনতে ভুক্ত ছেলে
জীবন করলো দান,
বিজয় আনতে কত নারী
দিলো নিজের মান।
অস্ত্রমুখে পায়নি কো ভয়
এই তো যোদ্ধার নাম,
তাই তো তাঁদের শ্রদ্ধায় স্মরি
অমূল্য যে দাম।
জীবন দেবে দেশ দেবে না
এমন ছিলো জেদ,
দেশের জন্য জীবন দিলে
থাকবে না আর খেদ।
নয়টি মাসের যুদ্ধ শেষে
পেলাম ফিরে বিজয়,
স্বাধীন দেশে স্বাধীন মোরা
মুগ্ধ আর মধুময়।