সাইদ খান
মেয়ের অমত এ বিয়ে হলো
বাসর ঘরে যখন বর এলো,
মেয়ের মাথায় যেন বাজ পড়লো।
সে মুখ গোমড়া করে রইল
ছেলে তাকে নানা ভাবে বোঝাতে চাইলো।
কিন্তু মেয়ে তো জ্বলছে বিরহেহর আগুনে
সে ভাবছে মন দিলাম একজন কে আর
দেহ দিবো অন্য জনকে এ হয়না এতো পাপ,
এতো প্রতারণার শামিল।
ছেলে রীতিমতো যখন স্বামী কার্য করতে গেল
তখন মেয়ে বলল না, শুনে ছেলে তো অবাক।
কারন আমি তো আপনাকে পাপীকরতে চাই না
আপনি আমাকে ধর্যন করতে চান
আমার এই মন হীন দেহটাকে ভোগ করতে চান ?
তাহলে তুলুন এক তরফা মিলনের ঝড়।
তাতে না পাবেন তৃপ্তি না পাবেন শান্তি
কারন আমি অন্য কাউকে ভালো বাসি
যতদিন এমনে আপনাকে দিতে না পারি ঠাঁই ততো দিন মিলনের বাসনা থেকে মুক্তি চাই।