মো: কামরুল হাসান
আজওকি তুমি বিষণ্ণতায়
অবসন্ন বদনে তুমি?
ক্ষরতা আমাকে আড়ষ্ঠ করেছে
বৃষ্টিহীন অবনি।
সকালের সোনারোদে
শাড়ির অঞ্চলে আবৃত স্বপ্ন-
বিশ্বজুড়ে এত হতাশা
অধরে মিলছেনা ওষ্ঠো।
একমুঠো রৌদ্দুর তোমাকে দিতে
দৃষ্টি ফেলি দুর দিগন্তে-
তুমি নেই বলে অভিশপ্ত আমি
নিরাশা নয়নো পাতে।
বিকেলের অবসানে সমুদ্র তীরে
সব স্মৃতি বালুকাময়-
তুমি নেই বলে হেরে গেছি আমি
সূর্য ডুবেছে অবেলায়।
বিস্তৃত পথে অনেক হেটে
ক্লান্তির অবসানে-
চাঁহনি ছিলো নয়নপাতে
আমার, অসাহায় মুখপানে।
দৃষ্টি ছড়িয়ে দু’হাত বাড়িয়ে
বলেছিলে কি যেন আমায়-
শুনতে পাইনি মেঘের শব্দে
সমুদ্র বালুকাময়।
সেই অভিমানে হারিয়ে গেলে
ফিরে এলেনা আর-
এখনো আমি অনন্ত পথে
খুঁজি তোমাকে বারংবার।
আবার কখনো দেখা হয় যদি
সমুদ্র বালুচরে-
দেখবে আমায় তেমনি আছি
যদিও গেছি হেরে।