হাসান বাবু
বাবা মেয়ের বন্ধন ,
তাইতো চোখের আড়াল হলেই নেমে আসে দুই নয়নে ক্রন্দন,
হবে যত বড় মেয়ে
বাবার প্রতি বাড়বে ভালবাসা,
জীবন সারাহ্নে যখন অন্য আপনজনরা চেনা থেকে হয়ে যায় অচেনা,
তখনি মেয়ে সন্তান এসে হয়ে যায় অবলম্বন।
আমার মৃত্যুর পর সবাই যখন মন খারাপ করে থাকবে বসে,
সেদিন মেয়ের কান্নায় আকাশ পাতাল কাঁদবে তার সাথে।