বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে করোনা ভ্যাকসিন টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম কবির হাসানকে টিকা প্রয়োগের মধ্য দিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় বানারীপাড়া উপজেলার নির্বাহি অফিসার রিপন কুমার সাহা ও আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডাঃ খোরশেদ আলম সেলিম ভ্যাকসিন গ্রহণ করেন। ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা সহ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নার্স, স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১টায় উজিরপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলীর ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ শাহে আলম।
এসময় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।