রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের ঔষধ ব্যবসায়ী ডাক্তার রবীন্দ্র দেবনাথের বড় ভাই ও যুধিষ্টির দেবনাথের বাবা সর্বজন শ্রদ্ধেয় সদা হাসোজ্জ্বল দেবেন্দ্রনাথ দেবনাথ (৯৫) ২০ জানুয়ারী বুধবার সকাল ৭টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় পরলোকগমণ করেছেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ওই দিন বিকালে বানারীপাড়া পৌর শহরের ২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী
নাথপাড়ায় পারিবারিক শশ্মানে তাকে সমাহিত করা হয়।
তার প্রয়াণে স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম ও মশিউর রহমান কামাল এবং বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ বিশিষ্টজনেরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।