বাতায়ন24 ডেক্স
এক অনানুষ্ঠানিক আয়োজনে বাতায়ন24 এর সম্পাদক খোরশেদ আলম বিপ্লব ও প্রকাশক আজম পাটোয়ারী চাঁদপুরের প্রথম শ্রেনীর দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক সোহেল রুশদী ও অন লাইন পোর্টাল ফোকাস মোহনার সম্পাদক মাসুদ আলমের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং তাদের স্ব-স্ব কাব্য গ্রন্থ সম্পাদকগনকে উপহার প্রদান করেন।

এই সময় তাদের মাঝে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও চা চক্র হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন জেমকন পুরুষ্কার প্রাপ্ত কবি ও সফল সংঘটক রফিকুজ্জামান রনি, সাংবাদিক আসাদুল্লাহ কাহাফ, কবি জাহাঙ্গির আলম, কবি দুখাই মোহাম্মাদ,কবি নাজমুল হাসান এবং দুই পত্রিকার স্টাফ ও আরো বন্ধু প্রতিম কবি,লেখকগন।
