শেখর চন্দ্র সরকার
বীরের বেশে এসেছিল ফিরে বাংলার বীর সন্তান,
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।তোমার নেতৃত্বে বাংলার মুক্তি,
তুমি ছিলে স্বাধীনতা সংগ্রামেের শ্রেষ্ঠ শক্তি।
রক্ত দিয়েছি তোমার ডাকে,
ছিনিয়ে নিয়েছি বঙ্গমাতাকে।
সালাম শহীদদের প্রতি হাজার সালাম।
বীরঙ্গনা সহ যুদ্ধে নিবেদিত যত প্রাণ,
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
তোমাদের জানাই হাজার সালাম।
আমি বিজয় দেখিনি বুকে ধরেছি বিজয় নিশান,
আমি বঙ্গবন্ধু দেখিনি তবে তার আদর্শকে বুকে ধরে স্বাধীন বাংলার জন্য দিতে পারি এই প্রাণ।
সে যে হাজর বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ ১০ই ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
তোমাকে সশ্রদ্ধ সালাম।