ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে সৎ পিতা কর্তৃক ধর্ষণের শিকাল হয়েছে যুবতী এক গৃহবঁধু।ঘটনার পর পর রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সৎ মেয়ে মামলা দায়ের করেছেন বলে জানাগেছে।
যার নাম্বার ০৪ তারিখ ১১-০১-২০২১। পুলিশ আসামী গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনার বিবরনে জানা যায় রামপাল উপজেলার চন্দ্রাখালী গ্রামের গৃহস্থ বিবাহিতা যুবতী তার মায়ের সাথে গত ৬ জানুয়ারী বেলা ১১ টায় দেখা করতে গেলে, যুবতীর মা ঘরে উপস্থিত না থাকার সুযোগে তার সৎ পিতা হাবি শেখ (৫০) সৎ মেয়ে জোর পূর্বক ঘরের ভিতর ধরে নিয়ে হাত পা বেঁধে ফেলে। এবং ধর্ষণ করে ।
এ সময় সৎ মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে।পরে তাকে চিকিৎসার জন্যে নেয়া হয়। এ ঘটনার যুবতীর মা জানান তার মেয়ের ধর্ষণের তিনি যথাযথ বিচার চান।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান আসামীকে ধরার সর্বাত্বক চেষ্টা তারা চলিয়ে যাচ্ছেন। ঘটনার পর পরই তারা আসামীর আটকের জন্যে অনুসন্ধানে নেমেছেন।
রামপাল থানার ওসি মোঃ মনজুরুল হকের বরাত দিয়ে জানানো হয়েছে মামলা তারা গ্রহন করেছেন এবং এ ব্যপারে তারা সর্বাত্বক সহযোগীতো তারা করবেন। এবং ভিকটিম যুবতীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। মামলা ও আইনের সকল ব্যবস্থা সহ আসামী গ্রেফতারের জোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন।