মোঃসুজন মাহামুদ খান
ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ
রূপের যে নেই শেষ
সেই আমাদের বাংলাদেশ।
হাসান রাজার বাংলাদেশ
লালন সার বাংলাদেশ
পল্লী কবি জসিম উদ্দিনের বাংলা দেশ,
রুপের যে নেই তুমার শেষ।
সকল দেশের রানী
সেযে আমার বাংলাদেশের
মাতৃভুমি।
সবুজ শেমল বন
সেযে আমার বাংলার কবিদের ধন,
কুকিলের কুকু গানে
ঘুম ভাংগে পেচাঁর ডাকে
এই আমার বাংলাদেশে।