মেহের আমজাদ
একাক্তরে সময় গেছে
আন্দোলনে যাবার
সবার মাঝে আশা ছিল
স্বাদীনতা পাবার।
এরপর অনেক ত্যাগের বিনিময়ে
স্বাধীনতার স্বাদ পেলাম
বন্দী খাঁচার মুক্ত হওয়া পাখির মত
স্বাধীনতার গান গেলাম,
রাষ্ট্র পেলাম ভাষা পেলাম
আবার কেনো চাওয়া?
খুব প্রয়োজন আছে কি আর
আন্দোলনে যাওয়া!
কার বিরুদ্ধে আন্দোলনে
যাবো আবার আমরা
ডান কিংবা বাম পন্থী
বলনা সোনার চানরা।